বাড়িতে বসে কাজ ও চাকরি করুন এই অ্যাপটি থেকে

 


সবাইকে জানাই আমার এই ছোট্ট ওয়েবসাইট থেকে স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন ।আজকে আমি আপনাদের জানাবো একটি খুব ভালো অ্যাপ্লিকেশন এর ব্যাপারে যেখান থেকে আপনারা খুব সহজেই হাজার কাজ খুঁজে নিতে পারবেন বাড়িতে বসে বসে ।

কোন অ্যাপ্লিকেশন এর কথা বলছি ?

আমি আজকে বলতে চলেছে খুব জনপ্রিয় একটি অ্যাপ যেটার নাম WorkIndia অ্যাপ ।

এখানে আপনারা A to Z কাজের খবর আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা বিভিন্ন job যেমন: Telecalling Job, Field Executive, Officer Executive, Data Entry , Food Delivery Boy, Curiur Boy ইত্যাদি যাবতীয় কাজের খবর এখানে পেয়ে যাবেন। 

Work India অ্যাপ টি কোথা থেকে install করবেন?

Work India অ্যাপটি install করা খুব ই সহজ। যদি আপনার android mobile থাকে  তাহলে আপনি আপনার মোবাইল এ সরাসরি Play Store এ চলে যাবেন । সেখানে গিয়ে সার্চ করবেন Workindia অ্যাপ । দেখবেন প্রথমেই একটা অ্যাপ চলে আসবে নিচে দেওয়া ছবির মতো ।



আপনি install button এ গিয়ে সহজেই ডাউনলোড করতে পারবেন। 

আপনি যদি iphone ব্যবহার করেন তাহলে app store থেকে পেয়ে যাবেন অ্যাপটি।

Workindia অ্যাপ এ register কিভাবে করবেন ?

এখানে register করা খুব ই সহজ । অ্যাপ ইন্সটল হওয়ার পর আপনাকে মোবাইল নম্বর চাইবে মোবাইল নম্বর দিলে otp আসবে। এর পর কিছু personal information চাইবে সেটা দিতে হবে । এর আগে আপনাকে একটা ছোট্ট resume/ bio data বানিয়ে রেখে দিতে হবে । কেননা এটি আপনাকে অ্যাপে upload করতে হবে ।

কাজ কীভাবে খুঁজবেন বা পাবেন ?

অ্যাপ এ আপনার সম্পূর্ণ registration complete হয়ে গেলে নিচে দেওয়া ছবির মত front page দেখতে পাবেন।  



আপনি যদি নিজের পছন্দ কাজ করতে চান বা খুঁজতে চান তাহলে উপরের দিকে search option এ গিয়ে খুঁজতে পারেন। এমনকি আপনি যদি চান যে আপনার area এর মধ্যে কাজ করবো তাহলে লোকেশন দিয়ে search করতে পারেন ।

আপনারা এইভাবেই নতুন নতুন জব, কাজ, বা চাকরির সন্ধান করতে পারবেন ।

আমাদের উদ্দেশ্য 

আমাদের উদ্দেশ্য আপনাদের কে প্রতিদিন নতুন অ্যাপস্, ও নতুন নতুন tech ব্যাপারে জানানো । যাতে আপনাদের সকলের উপকার হয় । আমাদের এই কন্টেন্ট গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের ওয়েবসাইট টিকে bookmark এ save করে রাখবেন ।

Post a Comment

Previous Post Next Post